President's Message




 
 
 
 
মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয় একটি স্বপ্নের নাম, একটি অঙ্গীকারের প্রতীক, একটি আলোর পথযাত্রা। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে সুশিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। এ বিদ্যালয়ের মূল উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা।
 
আমার গভীর সন্তুষ্টি যে, এ প্রতিষ্ঠান আজ শুধু স্থানীয় নয়, বরং অঞ্চলজুড়ে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে। এ অর্জনের পেছনে রয়েছে একদল নিবেদিতপ্রাণ শিক্ষক, সচেতন অভিভাবক, পরিশ্রমী শিক্ষার্থী ও আমাদের পরিচালনা পরিষদের একনিষ্ঠ প্রচেষ্টা।
 
বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতার যুগ। তাই আমাদের বিদ্যালয় পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সহপাঠ কার্যক্রম, পাঠ্যবহির্ভূত চর্চা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার দিকেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আমরা বিশ্বাস করি, একটি শিশু কেবলমাত্র শ্রেণিকক্ষে নয়, বহুমাত্রিক চর্চার মধ্য দিয়েই পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে।
 
এই বাণীর মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে, যাঁরা নিজেদের সময়, শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রাখছেন।
 
আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক শুভকামনা ও আশীর্বাদ রইল। তারা যেন ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে—এই প্রত্যাশা করি।
 
পরিশেষে, এ বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা, গৌরব ও সমৃদ্ধি কামনা করছি।
 
মো. কামাল উদ্দিন
সভাপতি,
মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয় 
২৪/০৫/২০২৫ ইং
 
 
 
 
 

MD. KAMAL UDDIN

PRESIDENT SCHOOL MANAGING COMMITTEE